৪০ বছরের পুরনো মাংস বিক্রি হচ্ছে চীনে!


প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৪ জুন ২০১৫

মাংস ঘরে রেখে কয়দিন পর খাওয়া যায়? বড়জোর একদিন। আর রেফ্রিজারেটরে রেখে দিলে এক বছর। তাই বলে ৪০ বছরের পুরনো মাংস। সত্যিই ৪০ বছরের মাংস বিক্রি হচ্ছে চীনে! হ্যাঁ হাজার টনেরও বেশি মুরগি, গরু, শূকরের মাংস জব্দ করা হয়েছে দেশটিতে যা প্রায় ৪০ বছরের পুরনো।

আবার সেইসব মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্তোরাঁ, বাজার, শপিং মলে। এমনকি এই ধরনের মাংস হংকং, ভিয়েতনামেও পাঠানোর কথা ছিল বলে জানি গেছে।

হুনান প্রদেশে খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় তিন লক্ষ কোটি ইয়ান (চার কোটি ৮৩ লক্ষ মার্কিন ডলার) মূল্যের বেআইনি, খাবার অযোগ্য মাংস উদ্ধার করেছে।

এসব মাংসের কটূ গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক। ভিয়েতনামের সীমান্ত অঞ্চল থেকেই মূলত এই মাংস উদ্ধার হয়।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।