শাবির অচলাবস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের চলমান উপাচার্য বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট অচলাবস্থার প্রতিবাদে শাবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শাবির কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কতিপয় স্বার্থান্বেষী শিক্ষকদের আন্দোলনের নামে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি ও তাদের নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় অচল করার ষড়যন্ত্র চলছে।
ক্লাস পরীক্ষা চালানোর কথা বললেও সারাদিন উপাচার্য ভবনের সামনে বসে থেকে তারা কিভাবে ক্লাস পরীক্ষা ঠিকভাবে নিচ্ছেন এটা শিক্ষার্থীদের বোধগম্য নয়। তারা অবিলম্বে আন্দোলনকারী শিক্ষকদেরকে আন্দোলন থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল করার আহ্বান জানান।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি