লালমনিরহাটে যৌতুকের লোভে স্ত্রীকে গলাটিপে হত্যা


প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৪ জুন ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় বুধবার ভোরে মুন্নি আক্তার (১৯) নামে এক নববধূকে গলা টিপে হত্যা করেছেন পাষণ্ড স্বামী।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার পল্লী চিকিৎসক জাদু মিয়ার ছেলে হারুনের সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের দক্ষিণ সিন্দুর্না গ্রামের মতিয়ার রহমান মন্টুর মেয়ে মুন্নি আক্তারের বিয়ে হয় ৬ মাস আগে। বিয়ের পর থেকে যৌতুক ও স্বর্ণালঙ্কারের জন্য হারুন মুন্নিকে নির্যাতন করে আসছিলেন।

বুধবার ভোরে এ নিয়ে হারুন-মুন্নির কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন মুন্নির গলাটিপে  হত্যা করেন। ঘটনার পরপরই হারুন ও তার বাবা পল্লী চিকিৎসক জাদু মিয়া পালিয়ে যান।

মুন্নির মা জেসমিন আক্তার অভিযোগ করে জাগো নিউজকে বলেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে কারণে অকারণে নির্যাতন করে আসছিল জামাই। তার দাবি হারুন মুন্নিকে গলাটিপে করে হত্যা করেছে। মুন্নির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

রবিউল হাসান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।