ক্যান্সারে মৃত্যু হয়নি নেরুদার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ এএম, ২২ অক্টোবর ২০১৭

বিশ্বখ্যাত কবি পাবলো নেরুদার মৃত্যু ক্যান্সারে হয়নি বলে দাবি করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৭৩ সালে এই নোবেলজয়ী কবির মৃত্যু হয়েছিল বলে এতদিন বলা হচ্ছিল। এরমাত্র সপ্তাহ দু’য়েক আগে একটি সামরিক অভ্যুত্থান ঘটে।

তবে নেরুদার সাবেক গাড়িচালক ম্যানুয়েল আরয়া বলে আসছিলেন বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল।

মৃত্যুর চার দশকেরও বেশি সময় পর নতুন পরীক্ষা-নিরীক্ষা করে এখন বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারে তার মৃত্যু হয়নি। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তারা।

বিশেষজ্ঞরা বলছেন, এই কবি ক্যান্সারে আক্রান্ত হয়েছিল সেটি সত্য। তবে সেটি প্রাণঘাতী পর্যায়ে পৌঁছেছিল না।

বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলবে। আর সেসব ফল আসতে এক বছর সময় লেগে যেতে পারে।

চিলির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সালভেদর আয়েন্দের ঘনিষ্ট ছিলেন তিনি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।