মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই
মাদার তেরেসার উত্তরসূরি ও কলকাতার মিশনারিজ অব চ্যারিটির সাবেক প্রধান ও মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। সোমবার দিবাগত রাত ১২টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার সকালে তার মৃতদেহ শিয়ালদহের কাছে সেন্ট জন্স গির্জায় রাখা হয়েছে। সারা দিন সেখানে তার লাশ শায়িত থাকবে। বুধবার সকাল ১০টায় মাদার হাউসে তার মরদেহ রাখা হবে। ওই দিন বিকেল ৪ টায় সেন্ট জন্স গির্জায় তার শেষকৃত্যানুষ্ঠান হবে বলে মাদার হাউজ সূত্র জানিয়েছে। সিস্টার নির্মলার মৃত্যুতে টুইটারে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
১৯৯৭ সালে মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটি পরিচালনার দায়িত্ব পান নির্মলা। ওই বছরের ১৩ মার্চ প্রতিষ্ঠানের সুপিরিয়র জেনারেলের পদে তিনি নির্বাচিত হন। ২০০৯ সালের মার্চ পর্যন্ত সিস্টার নির্মলা সেই দায়িত্ব পালন করেন।
এর আগে দীর্ঘ দিন ওই পদের দায়িত্ব পালন করেছেন মাদার তেরেসা। সুপিরিয়র জেনারেল হয়ে সিস্টার নির্মলা জানিয়ে দিয়েছিলেন, মাদারের পথ অনুসরণ করলেও তিনি ‘মাদার’ উপাধি নেবেন না। ২০০৯ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান। ২০০৯ সালের এপ্রিলে সিস্টার নির্মলার উত্তরসূরি নির্বাচিত হন সিস্টার মেরি প্রেমা।
এসকেডি/আরআই