প্রতিদিন অস্ত্র হাতে ঘোরেন ৩০ লাখ আমেরিকান
যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিনই নিজেদের বুলেট ভরা হ্যান্ডগান নিয়ে ঘুরে বেড়ান। এক মাসে অস্ত্র নিয়ে ঘোরে প্রায় ৯০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণার ফলাফল অনুযায়ী বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। খবর এএফপি।
আমেরিকান জার্নাল পাবলিক হেলথ-এর এক রিপোর্টে জানানো হয়েছে, যারা বন্দুক নিয়ে ঘোরেন তােদের মধ্যে অধিকাংশই তরুণ যারা দক্ষিণাঞ্চলে বাস করেন। নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যই তারা সাথে বন্দুক নিয়ে ঘুরে বেড়ান বলে জানিয়েছেন।
স্কুল, কনসার্ট এবং বিভিন্ন স্থানে বন্দুক হামলার ঘটনাকে কেন্দ্র করেই নতুন এই গবেষণা চালিয়েছেন গবেষকরা। গত বিশ বছরে এই প্রথম কোনো জাতির বন্দুক বহনের অভ্যাসের ওপর গবেষণা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব পাবলিক হেলথ-এর ইপিডেমিলোজির সহযোগী অধ্যাপক আলি রওহানি রাহবার বলেন, হ্যান্ডগান বহনের বিষয়ে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ৯০ শতাংশ হত্যাকাণ্ড বা সন্ত্রাসী কর্মকাণ্ডই ঘটে থাকে হ্যান্ডগান বা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে।
কি পরিমাণ মানুষ তাদের সঙ্গে হ্যান্ডগান বা আগ্নেয়াস্ত্র বহন করছে সে বিষয়ে যাচাই করাটা খুবই জরুরি। যারা হ্যান্ডগান বহন করেন তাদের মধ্যে অধিকাংশই পুরুষ এবং তরুণ।
ওই গবেষণায় দেখা গেছে, যারা হ্যান্ডগান বহন করেন তাদের মধ্যে ৮০ ভাগেরই এ ধরনের অস্ত্র বহনের অনুমতি রয়েছে। এদের মধ্যে দুই তৃতীয়াংশই তাদের হ্যান্ডগান বহন করেন গোপনে আর ১০ শতাংশ বলছেন, তারা খোলামেলা ভাবেই তাদের হ্যান্ডগান বহন করেন। অনেকেরই এ ধরনের অস্ত্র বহনের অনুমতি নেই। তবুও অবৈধভাবেই তারা অস্ত্র বহন করছেন।
টিটিএন/এমএস