মিয়ানমারে বিলাসবহুল হোটেলে আগুনে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ এএম, ২০ অক্টোবর ২০১৭

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের একটি বিলাসবহুল হোটেলে আগুনে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। নিরাপদে সরিয়ে নেয়া গেছে ১৪০ জনের বেশি অতিথিকে।

পর্যটকদের কাছে আকর্ষনীয় এ হোটেলটির একটি বড় অংশ কাঠের তৈরি।

হোটেলটির একজন মার্কিন অতিথি এডরিয়েনে ফ্রিলট স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, তিনি ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। যখন হোটেলের লোকজন দরজা ধাক্কাধাক্কি করছিল তখন তিনি জেগে ওঠেন। বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খুলে ধোঁয়ার গন্ধ পেলাম।

স্থানীয় সময় রাত ৩টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে তা শুরু হলো সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।