সাবেক প্রেমিকাকে লেখা ওবামার চিঠি ‘ফাঁস’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৭

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি প্রেমিকাকে চিঠি লিখতেন। সেই প্রেমপত্র প্রকাশ্যেও এসেছে। ১৯৮২ থেকে ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়া কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি চিঠিগুলো লিখেছিলেন সাবেক প্রেমিকা অ্যালেক্সান্দ্রিয়া ম্যাকনিয়ারকে।

ওবামা মানসিক দোলাচলে ভুগেছিলেন রাজনীতিতে আসার আগে। নয়টি চিঠিতে উঠে এসেছে, রাজনীতিতে আসার সময় তার মানসিক অবস্থা কেমন ছিল।

পৃথিবীতে নিজের ভূমিকা, জাতিগত পরিচয়, তার সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি হবে কি না এবং প্রেমিকার সঙ্গে বিভিন্ন বিষয়ে অমিল নিয়ে চিন্তিত ছিলেন ওবামা। সেইসব বিষয় উঠে এসেছে ৩০ পাতার ওই সব চিঠিতে।

আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয় চিঠিগুলি হাতে পেয়েছে ২০১৪ সালে। ওবামাকে নিয়ে একটি বইয়ে চিঠির অংশ বিশেষ প্রকাশ হয়েছে। তবে সব চিঠি প্রকাশ্যে নিয়ে আসা হল এই প্রথম।

এই চিঠি দেখতে পারবেন গবেষকরা। তবে ১৯৮৪ সালের পরের কোনো তথ্য সেখানে নেই। কারণ, তার পরেই তো ক্যালিফোর্নিয়ার পাট চুকিয়ে কলম্বিয়া চলে যান ওবামা।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।