মেয়েসহ জেলে যেতে পারেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৯ অক্টোবর ২০১৭

লন্ডনের সম্পদের মালিকানা সম্পর্কিত ব্যাপারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে অভিযুক্ত করেছে পাকিস্তানের দুর্নীতিবিরোধী আদালত। সেই অভিযোগের রায়ের ফলে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে কারাগারেও যেতে হতে পারে।

সম্পদের হিসাব দিতে না পারার জেরে গত জুলাই মাসে প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। কিন্তু পাকিস্তান মুসলিম লীগে এখনও নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি।

অভিযুক্ত করার সময় আদালতে উপস্থিত একজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা মুহাম্মদ সফদারকে অভিযুক্ত করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

তবে নিজেদের নির্দোষ দাবি করেছেন তারা। ওই সময় মরিয়ম এবং তার স্বামী আদালতে উপস্থিত ছিলেন। তবে নওয়াজ শরিফ ওই সময় আদালতে উপস্থিত না থেকে তার প্রতিনিধিকে পাঠিয়েছিলেন।

সূত্র : রয়টার্স

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।