জিম্বাবুয়েকে বাধা দিয়েছিল ভারত : পাকিস্তান


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৩ জুন ২০১৫

জিম্বাবুয়ে ক্রিকেট দলকে পাকিস্তান না আসতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ হুমকি দিয়েছিল বলে জানিয়েছেন পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল শুজা খানজাদা। মঙ্গলবার পাঞ্চাবের একটি সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জিম্বাবুয়ে ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছালে তাদের এ হুমকি দেওয়া হয়। পরে যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল তা ট্রেস করে জানা যায় এটা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর অফিশিয়াল নম্বর।

কর্নেল শুজা খানজাদা সমাবেশে বলেন ‘র’ কর্মকর্তারা জিম্বাবুয়ের টিম ম্যানেজারকে নানারকম হুমকি প্রদর্শন করেন। তারা পাকিস্তান সফর বাতিল করতে বলেন জিম্বাবুয়েকে।

তিনি আরো বলেন, পাকিস্তানের নব্বই শতাংশ সন্ত্রাসী কার্যক্রম এর মুল হোতা হল ‘র’। বাকি দশ ভাগ সন্ত্রাসী কার্যক্রম পাকিস্তানের অন্যান্য শত্রুদের দ্বারা সংঘটিত হয়।

উল্লেখ্য, গত মে মাসে জিম্বাবুয়ে দুটি টি২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফর করে।

আরটি/পিআর/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।