অস্বাস্থ্যকর উপায়ে ইফতার সামগ্রী তৈরি : মুসলিম সুইটসকে জরিমানা


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৩ জুন ২০১৫

অস্বাস্থ্যকর উপায়ে ইফতার সামগ্রী তৈরির দায়ে মুসলিম সুইটসসহ রাজধানীর শেরে বাংলা নগর, মোহাম্মদপুর ও মতিঝিলে বেশ কয়েকটি খাবার হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।

মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক মুন্সি আবদুল আহাদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্বাস্থ্যকর উপায়ে ইফতারি সামগ্রী তৈরির অপরাধে শেরে বাংলা নগরের ইয়াম্মি ইয়াম্মিকে ৪৮ হাজার টাকা, মতিঝিলের ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে  ৫২ হাজার ৫০০ টাকা, মোহাম্মদপুরের মুসলিম সুইটমিটকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আতিয়া সুলতানার নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।