মেক্সিকোতে সহিংসতা অব্যাহত : তিন দিনে নিহত ২২


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২২ জুন ২০১৫

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্য থেকে কর্তৃপক্ষ রোববার আরো পাঁচজনের লাশ উদ্ধার করেছে। এনিয়ে তিনদিনের সহিংসতায় এ অঞ্চলে ২২ জন প্রাণ হারালো। নগর সরকার জানায়, মেক্সিকোর বাণিজ্যিক কেন্দ্র মন্টেরির উপকণ্ঠ সান পেদরোর বিভিন্ন রাস্তা থেকে অর্ধ-নগ্ন তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

লাশগুলোর কাছে গুলির কোন খোসা পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে তাদেরকে অন্য কোথাও হত্যা করে সেখানে ফেলে যাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক তদন্ত কর্মকর্তা বলেন, ‘তাদেরকে হত্যা করা হয়েছে। এটি যে একটি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তিনি আরো জানান, নিহত প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

মন্টেরির আরেক স্থান থেকে অপর দু’জনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার থেকে নুয়েভা লিওনে কমপক্ষে আরো ১৭ জনকে হত্যা করা হয়। এদের মধ্যে চারজনের লাশ শনিবার মন্টেরির একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। আবার এ চারজনের মধ্যে গর্ভবতী এক নারীর লাশ রয়েছে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।