যুক্তরাষ্ট্রের চার্লসটনে গির্জায় পুনরায় প্রার্থনা শুরু
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার চার্লসটনে কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক গির্জায় হামলায় নয়জন আফ্রিকান আমেরিকানের প্রাণহানির পর রোববার থেকে সেখানে পুনরায় প্রার্থনা শুরু হয়েছে।
হামলায় গির্জার দায়িত্বরত পাদ্রী নিহত হওয়ায় সফরত যাজক প্রার্থণা সভা পরিচালনা করেন। এতে অংশ নেয় কয়েকশ লোক। এদের অনেকেই ছিল অশ্রুসিক্ত। দুই ঘন্টার এ প্রার্থনা সভায় অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হওয়ায় গির্জার বাইরে রাস্তাতেও দাঁড়াতে হয় অনেককে। এ সময়ে লাউড স্পিকারে গান ও প্রার্থনা সংগীত বাজানো হয়।
এদিকে দিনের শেষে ১০ হাজারেরও বেশি লোক আড়াই মাইল দূরের আর্থার রেভেনেল ব্রিজে দাঁড়িয়ে দুহাত উপরে তুলে ইমানুয়েল গির্জার প্রতি একাত্মতা প্রকাশ করেন।
ইমানুয়েল এএমই গির্জার এ প্রার্থনা সভায় অংশ নেয়া অনেকেই বলেছেন, শ্বেতাঙ্গ তরুণ দাইলান রৌফ (২১) হামলার মাধ্যমে তাদের ভালোবাসা ও বিশ্বাস ভাঙার যে চেষ্টা করেছিল তাতে সে ভয়াবহ রকম ভাবে ব্যর্থ হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় একজন শ্বেতাঙ্গ তরুণ ইমানুয়েল গির্জায় প্রার্থনারত কৃষ্ণাঙ্গদের ওপর বন্দুক হামলা চালায়। এতে নয় জন প্রাণ হারায়। নিহতদের বয়স ২৬ থেকে ৮৭ বছর। এদের মধ্যে ইমানুয়েলের প্রধান পাদ্রি ক্লিমেনটা পিনাকনি (৪১) রয়েছেন। এছাড়া আরো ছিলেন দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের সিনেটর যিনি অস্ত্র আইন আরো কঠোর করার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
হামলা চালানোর পর রৌফ দৌড়ে পালিয়ে যায়। ঘটনার একদিন পর পুলিশ তাকে প্রতিবেশী নর্থ ক্যারোলাইনা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাকে একক সেলে আটক রাখা হয়েছে।
আরএস/আরআইপি