এ কে খন্দকারের আগাম জামিন


প্রকাশিত: ০২:১০ পিএম, ২২ জুন ২০১৫

সাবেক পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকারকে মানহানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার দায়ের করা একটি মামলায় হাইকোর্ট ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন। বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি শেষে সোমবার এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মুনিরুজ্জামান। ২০১৪ সালের ১০ সেটেম্বর মুজিব বাহিনীর সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব এম এ ইসহাক ভূঁইয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।

এ কে খন্দকারের ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে প্রকাশিত একটি লেখাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জুন একে খন্দকারকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।