১৪ সদস্যের প্রেস কাউন্সিল গঠিত


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২২ জুন ২০১৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ১৪ সদস্যের ১৭তম কাউন্সিল গঠিত হয়েছে। মনোনীত সদস্যদের মধ্যে দু’জন সংসদ সদস্য রয়েছেন। কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ খবর জানানো হয়। প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ অনুযায়ী সরকার প্রেস কাউন্সিলের মনোনীত সদস্যদের গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে।

মনোনীত সদস্যরা হলেন : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান, সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সম্পাদক পরিষদের সদস্য ও নিউ এজ’র সম্পাদক নুরুল কবির, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক এবং সম্পাদক পরিষদের মহাসচিব মাহফুজ আনাম, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) সদস্য এবং ইনডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক এম শামসুর রহমান, নোয়াবের সদস্য এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, নোয়াবের সদস্য এবং নিউজ টুডে’র সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিন আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. এম খালেদা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এম সানা উল্লাহ মিয়া, একেএম রহমতউল্লাহ এমপি এবং সুকুমার রঞ্জন ঘোষ এমপি।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।