সম্মাননা পেলেন কেন্দ্রীয় ব্যাংকের ২৩ কর্মকর্তা


প্রকাশিত: ১০:৫০ এএম, ২২ জুন ২০১৫

বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের জন্যে নির্বাচিত সেরা ২৩ জন কর্মকর্তাকে পুরস্কার দিয়েছে। সোমবার ব্যাংকের কনফারেন্স হলে মেধাবী এসব কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নর ড. আতিউর রহমান। ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ডেপুটি গভর্নররাে উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদানকালে গভর্নর ড. আতিউর রহমান বলেন, যেকোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে এর দক্ষ ও পেশাদার জনশক্তির ওপর। দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনীতির অভিভাবক, বাংলাদেশ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সাফল্যের সঙ্গে পরিচালনা করতে হলে প্রয়োজন একটি অভিজ্ঞ ও দক্ষ কর্মীবাহিনী।

নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চিফ ইকোনমিস্টস ইউনিটের উপ-মহাব্যবস্থাপক ড. মো. এজাজুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের উপ-মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হোসেন, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টর উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম, কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-২ এর সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) মো. সেলিম মাহমুদ, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টর যুগ্মপরিচালক মাসুমা সুলতানা, ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশনের উপ-মহাব্যবস্থাপক শান্তিরঞ্জন সাহা, যুগ্ম পরিচালক মো. আরিফুজ্জামান ও মুহম্মদ মাহফুজুর রহমান খান, উপ-পরিচালক অশোক কুমার কর্মকার, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক রূপরতন পাইন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের উপ-পরিচালক শামীমা শারমীন, মোহাম্মদ মুজাহিদুল আনাম খান, এনএইচ মনজুরে মওলা, সুমন্ত কুমার সাহা, কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের যুগ্ম পরিচালক একেএম সাইদুজ্জামান, উপ-পরিচালক মো. ফেরদাউস হোসেন ও ইসমেৎ ক্বয়েস, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট সেলের উপ-পরিচালক হাসান তারেক খাঁন, আইটিওসিডির সিনিয়র সিস্টেমস অ্যানালিস্ট মো. অহিদুল ইসলাম সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক মো. আব্দুল ওয়াহাব ও উপ-পরিচালক মো. ওমর ফারুক, অ্যাসি. সিস্টেমস অ্যানালিস্ট মো. রেজাউল করিম ও মো. কামরুল হাসানকে গভর্নর স্বাক্ষরিত সম্মাননাপত্র এবং স্বর্ণপদক ও রৌপ্যপদক প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।