বিজেপিতেই যাচ্ছেন মুকুল
দল এবং দলীয় সাংসদ পদ ছাড়ার পর কী করবেন তৃণমূল কংগ্রেসের এক সময়ের দক্ষ সংগঠক মুকুল রায়, তা নিয়ে বহু জল্পনা-কল্পনা ছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিগগিরই মুকুলকে দলে নেয়ার ঘোষণা দিতে যাচ্ছে বিজেপি। আনন্দবাজার।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই গুঞ্জন ছিল মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ইস্যুতে বেশ ক্ষুব্ধ মুকুল। কারণ হিসেবে সামনে আসছিল- মমতার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বারবার সামনে আসছিল অভিষেকের নাম।
ওই ইস্যুই শেষ পর্যন্ত গড়ায় মুকুলের দল ত্যাগ ও বিজেপেতি যোগদানের গুঞ্জনে। সে মোতাবেক মুকুল বিজেপি নেতাদের কথাও দিয়েছিলেন- প্রায় ৪০ জনের মতো বিধায়ক-সাংসদ-নেতাকে সঙ্গে নিয়ে বিজেপিতে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি মুকুলের পক্ষে।
সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সরাসরি বিজেপিতে যোগ দেয়ার কথা ভাবতে হয়েছে মুকুলকে।
মুকুলকে নিয়ে কী করা যায় তা নির্ধারণে বিজেপি সভাপতি অমিত শাহের কার্যালয় থেকে তিন দিন আলাপ-আলোচনা করা হয়েছে রাজ্য বিজেপির সঙ্গে।
ওই আলোচনার সিদ্ধান্ত মোতাবেক সোমবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে জানিয়ে দেয়া হয় মুকুলকে নেয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত হয়ে গেছে।
এনএফ/জেআইএম