অশান্ত দার্জিলিংয়ে এবার প্রশ্ন, পাহাড়ে বাহিনী কেন কমল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ এএম, ১৬ অক্টোবর ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার হাতে রক্তাক্ত পুলিশ। আর তখনই কেন্দ্রের সিদ্ধান্ত- ২৪ ঘণ্টার মধ্যে পাহাড় থেকে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তুলে নেয়া হবে। আনন্দবাজার।

রাজ্যের প্রচণ্ড বিরোধিতায় শেষ পর্যন্ত অবশ্য সেটি হয়নি। নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে কেন্দ্রকে। সে মোতাবেক, আপাতত ৭ কোম্পানি বাহিনী তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

এরআগে শুক্রবার ভোরে লেপচাবস্তিতে বিমল গুরুংয়ের খোঁজে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে মৃত্যু হয় রাজ্য পুলিশের কর্মকর্তা অমিতাভ মালিকের।

আর তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী তুলে নেয়ার খবরে খানিকটা বিস্মিতই হয়েছেন সবাই।

বিষয়টি জানতে পেরে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রাজনাথ মমতাকে বলেন, তিনি কিছুই জানতেন না।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।