এক বিলবোর্ডে মোদি-কিম, আটক ২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ এএম, ১৬ অক্টোবর ২০১৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের তুলনা করায় ২২ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে।

যে ২২ জনকে আটক করা হয়েছে তারা সবাই ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে- ব্যবসায়ী সমিতির একটি বিলবোর্ডে লেখা হয়েছে- কিম যেভাবে দুনিয়া ধ্বংস করতে চান, মোদিও সেভাবেই ভারতে ব্যবসা ধ্বংস করে দিচ্ছেন।

ব্যবসায়ীদের এ ধরনের প্রচারণায় মনে করা হচ্ছে মোদি জামানায় ভালো নেই ভারতের ব্যবসায়ীরা।

পুলিশ বলছে, ব্যবসায়ীদের বিলোবোর্ডের ওই লেখা জনরোষ তৈরি করেছে।

পরে অবশ্য ওই ২২ ব্যবসায়ী মুচলেকা দিয়েছেন- প্রধানমন্ত্রীকে অপমান করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।