সাঈদীর রায় মেনে নিয়েছে ১৪ দল : নাসিম


প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেওয়া রায় ১৪ দল মেনে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার রায় ঘোষণার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে আমরা আশা করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালের দেওয়া সর্বোচ্চ দণ্ড বহাল থাকবে। সর্বোচ্চ আদালত স্বাধীন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে। তারা যে রায় দিয়েছেন তা আমরা মেনে নিয়েছি।

জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বরেন, আঁতাতের প্রশ্ন আসে কিভাবে? সর্বোচ্চ আদালত তো স্বাধীন। এ বিষয়ে প্রধান বিচারপতিকে জ্ঞিজ্ঞেস করুন।

প্রসঙ্গত, বুধবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক ট্রাইবুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।