ফের অশান্ত দার্জিলিং, গুরুংয়ের পার্টি অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ এএম, ১৫ অক্টোবর ২০১৭

ফের অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের খোঁজে তল্লাশি চলছে রাজ্যজুড়ে। এরই মধ্যে বিমল গুরুংয়ের পার্টি অফিসে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। তার পাতলেবাসের বাড়িতেও আগুন দেয়ার চেষ্টা করা হয়।

রোববার ভোরে এ ঘটনা ঘটে। তবে কারা আগুন লাগানোর চেষ্টা করেছে, তা জানা যায়নি। বৃহস্পতিবার থেকে বিমল গুরুংয়ের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে রাজ্য পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দার্জিলিংয়ের সিংমারিতে বিমল গুরুংয়ের কার্যালয়ে রোববার ভোরে আগুন লাগানোর চেষ্টা করা হয়। আগুন দেয়া হয় পাহাড়ে গুরুংপন্থীদের বাড়িতেও। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশের দাবি, এ ঘটনার পেছনে মোর্চার সদস্যরা থাকতে পারে। কারণ, পাহাড়ে গুরুং ও মোর্চার সমর্থকদের বাড়িতেও তল্লাশি চলছে। এই পরিস্থিতিতে তথ্যপ্রমাণ নষ্ট করার জন্য এই কাজ করা হয়ে থাকতে পারে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।