জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২১ জুন ২০১৫

ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমকে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং হুমকি দাতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সাড়ে ১২টার দিকে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আমরা রাজপথে সর্বদা নাজমুল ভাইয়ের পাশে আছি, ছিলাম ও থাকবো।

জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুন্ড বলেন, সিদ্দিকী নাজমুল আলম ভাইকে আনসারুল্লার হত্যার হুমকির আমরা তীব্র প্রতিবাদ জানাই। জনি ও রাজিব ভাইয়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য ছাত্রলীগ সর্বদা রাজপথে আছে ও থাকবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আলী, ফয়সাল হোসেন দীপু, দফতর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ ও জাবি শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

হাফিজুর রহমান/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।