ক্যান্সার-চিকিৎসাকে ব্যথামুক্ত করতে এলো নতুন ওষুধ


প্রকাশিত: ০৯:০০ এএম, ২১ জুন ২০১৫

ক্যান্সার চিকিৎসায় সুখবর শোনালেন চিকিৎসাবিজ্ঞানীরা। একটি কার্যকর নতুন ওষুধের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারা। নতুন এই ওষুধ ক্যান্সার কোষের বিভাজনকে বাধাগ্রস্ত করে টিউমারের বৃদ্ধিকে যেমন ধীর করে, তেমনই ক্যান্সার চিকিৎসাকে অনেকটা ব্যথামুক্ত করতে পারে।

সম্প্রতি সৌদি ক্যান্সার সোসাইটি আয়োজিত ক্যান্সার-বিশেষজ্ঞদের একটি কনফারেন্সে এই ওষুধের কথা জানানো হয়।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একজন অঙ্কোলজিস্ট বলেন, নতুন এই ওষুধটি এরইমধ্যে পুরনো ওষুধগুলোর তুলনায় ক্যান্সার চিকিৎসায় ইতিবাচক কার্যকারিতার প্রমাণ দিয়েছে।

বিশেষজ্ঞরা জানান, ওষুধটি ক্যান্সার রোগির চামড়ার নিচে মাসে একবার প্রয়োগ করতে হবে। এটি রেডিয়েশন থেরাপি এবং অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে।

কবে নাগাদ সাধারণ ক্রেতাদের জন্য এই ওষুধ সুলভ হবে, তা অবশ্য জানানো হয়নি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।