‘যুদ্ধের ঘণ্টা’ বাজিয়েছেন ট্রাম্প : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৯ এএম, ১২ অক্টোবর ২০১৭

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে ‘যুদ্ধের ঘণ্টা’ বাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেশকে (যুক্তরাষ্ট্র) আগুনের গোলায় পরিণত করা হবে।’ রুশ বার্তাসংস্থা তাস’কে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন উ. কোরিয়ার এই মন্ত্রী।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জেরে সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। উ. কোরিয়া কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে বলছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষাও চালানো হয়েছে।

বার্তাসংস্থা তাস নিউজ অ্যাজেন্সি বলছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ‘তার দেশের পারমাণবিক কর্মসূচি এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেয় এবং এটি কোনো আলোচনার বিষয় হবে না।’

রি ইয়ং হো বলেন, ‘জাতিসংঘে তার যুদ্ধংদেহী ও উন্মাদ প্রকৃতির বিবৃতি অনুযায়ী আপনি বলতে পারেন, ট্রাম্প আমাদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজিয়েছে।’

‘আমাদের চূড়ান্ত নিষ্পত্তি করা দরকার, শুধুমাত্র আগুনের গোলা দিয়ে, কোনো কথায় নয়।’ এর আগে উত্তর কোরিয়ার এই মন্ত্রী ট্রাম্পকে ‘শয়তান প্রেসিডেন্ট’ বলে মন্তব্য করেন। তার এই মন্তব্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্টের কথার লড়াইয়ে পারদ যোগ করেছে।

উত্তর কোরিয়ার এই পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের একেবারে শেষ বিন্দুর কাছাকাছি পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষমতার প্রকৃত ভারসাম্য অর্জনের পথে।’

‘আমাদের নীতিগত অবস্থান হচ্ছে, আমরা এমন কোনো আলোচনার ব্যাপারে একমত হবো না যেখানে আলোচ্য বিষয় হবে আমাদের পারমাণবিক অস্ত্র।’

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।