হায়দ্রাবাদে রোহিঙ্গা দম্পতি ছুরিকাহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১১ অক্টোবর ২০১৭

ভারতের হায়দ্রাবাদে রোহিঙ্গা দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ওই এলাকায় সতর্কতা জারি করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অভিযোগ উঠেছে, ওই দম্পতিকে ছুরিকাঘাত করেছে একই সম্প্রদায়ের একটি দল।

পুলিশ বলছে, হায়দ্রাবাদের বালাপুরের রক টাউন কলোনিতে বুধবার স্থানীয় সময় ২ টা ৩০ মিনিটে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতে মাওলানা জাহিদ আহমেদ (৩২) এবং তার স্ত্রী খাদিজা বেগম (২৮) গুরুতর জখম হয়েছেন। ছয়জনের একটি দল তাদের উপর হামলা চালিয়েছে বলে পুলিশের দাবি।

এই দম্পতির দু'জন ছেলে ও দু'জন মেয়ে রয়েছে। রাখাইন ছেড়ে এসে ভারতে আশ্রয় নেয়া জাহিদ আহমেদ রোহিঙ্গা সম্প্রদায়ের শিশুদের উর্দু ভাষা শিক্ষা দিয়ে সামান্য রোজগারে জীবন ধারণ করছিলেন।

আহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে ভারতীয় আইনের ৩০৭ নম্বর ধারায় (হত্যা চেষ্টা) মামলা হয়েছে। এখন দুষ্কৃতিকারীদের খুঁজছে হায়দ্রাবাদ পুলিশ।

সূত্র : সিয়াসাত, তেলাঙ্গানা টুডে

কেএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।