আতঙ্ক যেখানে আকর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০১৭

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার আটশ ফুট উঁচুতে উত্তর চীনের হুবেই প্রদেশের এই স্কাইওয়াক। সেখানে কাচের উপর পা ফেলতেই চিড় ধরে যায়। পায়ের নীচে কাচের মেঝেতে চিড় ধরতেই কারও মনে হতেই পারে, এই বুঝি নীচে পড়ে গেলাম।

এভাবে চিড় ধরাতে ধরাতেই আটশ ৭২ ফুট লম্বা এই স্কাইওয়াক পার হওয়ার সময় মনে হতেই পারে, অল্প সময়ের মধ্যেই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে; বেঁচে থাকলেও বরণ করতে হবে পঙ্গুত্ব।

না, এতে পর্যটকরা ভয় পায় না। পেলেও ভয় পাওয়ার লোভ সামলাতে পারে না। রুক্ষ পরিবেশে খাড়া পাহাড়ের গা ঘেঁষে শূন্যে ঝুলে থাকা এই স্কাইওয়াক প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে।

china-2

হুবেই প্রদেশের স্কাইওয়াকটি প্রায় আটশ ৭২ ফুট লম্বা এবং চওড়ায় সাড়ে ছয় ফুট।

সেখানে রয়েছে ইনফ্রারেড প্রযুক্তির বিশেষ ডিসপ্লে গ্লাস; যার ফলে কাচের মেঝেতে পা রাখতেই চিড় ধরার মতো ফাটলের মতো দাগ তৈরি হয়।

এমনকি বিশেষ ‘সাউন্ড ইফেক্ট’-এর সাহায্যে কাচের মেঝেতে পা ফেলতেই চিড় ধরার মতো শব্দও হতে থাকে।

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।