মার্কিন কূটনীতিককে তলব করে বিরোধ মেটানোর অনুরোধ তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

মার্কিন দূতাবাসের উপ-সচিবকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন দূতাবাসের উপ-সচিবকে ডেকে পাঠিয়ে দু’দেশের মধ্যকার চলমান বিরোধের অবসান ঘটানোরও অনুরোধ জানানো হয়।

ন্যাটো জোটের শক্তিশালী দু’দেশ যুক্তরাষ্ট্র ও তুরস্ক পাল্টাপাল্টি নন-ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করার পর এই প্রথম বিরোধ অবসানের জন্য মার্কিন দূতাবাসের উপ-সচিবকে ডেকে পাঠিয়ে সমাধানের উপায় বের করার নির্দেশ আসলো তুরস্কের পক্ষ থেকে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসের উপ-সচিবকে জানানো হয়েছে, ভিসা স্থগিতের কারণে অহেতুক উত্তেজনা বাড়ানো হয়েছে এবং অবশ্যই সেটা প্রত্যাহার করা উচিত।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব গত রোববার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফোনে এ ব্যাপারে কথা বলেছেন।

গত সপ্তাহে তুরস্কে মার্কিন কনস্যুলেটের এক কর্মকর্তাকে গ্রেফতারের অভিযোগে তুরস্কের নাগরিকদের ভিসা স্থগিত করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পরেই তুরস্কও নন-ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করে।

সূত্র : রয়টার্স

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।