বেগুনের কেজি ১০০ টাকা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ জুন ২০১৫

শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা শুরুর আগের রাজধানীর কাঁচাবাজারে রজমানের অনুষঙ্গ বেগুনের দামে ‘আগুন’ লেগেছে। প্রতিদিনই দফায় দফায় বেড়ে ইতিমধ্যে ১০০ টাকা ছাড়িয়েছে সবজিটির দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে শসা, কাঁচামরিচ, লেবুসহ সব ধরণের সবজির দাম।   

বৃহস্পতিবার সরেজমিনে রাজধানীর শান্তিনগর, মতিঝিল, মুগদা ও খিলগাঁও কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। রোজার প্রথম কয়েক দিন সবজিটির দাম আরো বাড়বে বলে জানালেন বিক্রেতারা। বেগুনে আগুন লেগেছে বলে অভিযোগ ক্রেতাদের।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ টাকা। এক সপ্তাহ আগে সবজিটির দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। আর সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। রোজার আগের দিন বেগুনের কেজি ছাড়িয়েছে ৯০ থেকে ১০০ টাকা।  

এছাড়াও খুচরা বাজারে কাঁচামরিচ ৬০ টাকায়, শসা ৫০ থেকে ৬০ টাকায়, গাজর ৫০ টাকা, ধনিয়া পাতা ৩০০ টাকা, টমেটো ৫৫ থেকে ৬০ টাকা, লেবু ২৪ থেকে ৪০ টাকা বেগুনসহ সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা আলমগীর জাগো নিউজকে জানান, প্রতি বছরই রমজানের শুরুতে বেগুন, শসা, কাঁচামরিচ ও লেবুর চাহিদা বেড়ে যায়। তাছাড়া পাইকারি বাজারে দাম বেড়েছে, তাই আমরাও বাড়তি দামেই বিক্রি করছি। রোজার প্রথম কয়েকদিন দাম বাড়বে বলেও জানান  এই বিক্রেতা।

মতিঝিল বাজারে আসা এক ক্রেতা বেসরকারি চাকুরিজীবী আব্দুল মালেক জাগো নিউজকে জানান, সারা বছরই নিত্যপণ্যের দাম বেশি। রমজানের আগেই মাছ, মাংস, সবজিসহ সব ধরণের পণ্য চড়া দামে কিনতে হচ্ছে। বেগুনে আগুন লেগেছে বলে অভিযোগ এই ক্রেতা বলেন, এটি কি মেনে নেওয়া যায়। আর বিক্রেতারা বলছেন সরবারহ কম। কিন্ত বাজারে কি কোনো পণ্যের অভাব আছে। এটি দেখার কেউ নেই।
 
এসআই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।