আইএস দমনে যুক্তরাষ্ট্রের হামলা শুরু


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৪

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আইএস দমনে শক্তিশালী জোট গঠনের পর গত দু’দিন ধরে দক্ষিণ-পশ্চিম বাগদাদ ও সিনজার পর্বতে হামলা চালানো হয়েছে।

ইরাকি বাহিনীর অনুরোধ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমতি দেওয়ার পরপরই ব্যাপকহারে এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এর আগে গত আগস্ট থেকে ইরাকে শুধু মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা ও শরণার্থীদের উদ্ধারে আক্রমণ পরিচালনা করেছিল ওয়াশিংটন। এই প্রথমবারের মতো আইএস যোদ্ধাদের ওপর ব্যাপক আকারে হামলা শুরু হলো। এবারের অভিযানে ইতোমধ্যেই ১৬২টি বিমান হামলা চালিয়েছে দেশটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।