শিলিগুড়িতে রহস্যজনক জ্বরে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৫ অক্টোবর ২০১৭

ভারতের শিলিগুড়িতে রহস্যজনক জ্বরে গত দু’মাসে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। অজানা জ্বরের আতঙ্কে দিন কাটাচ্ছেন লোকজন। ২ দিনে অজানা জ্বরে মৃত্যু হয়েছে ৫ জনের।

হাবড়া সদর হাসপাতালে প্রচণ্ড জ্বর সঙ্গে বমি, পেট ফুলে যাওয়া, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন ১৫ থেকে ২০ জন রোগী।
রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।

বাইরে থেকে জ্বরের লক্ষণ ডেঙ্গুর মতো হলেও জ্বরে মারা যাওয়া কারো রক্তেই ডেঙ্গুর অস্তিত্ব পাওয়া যায়নি। জ্বরের লক্ষণ খুঁজতে কলকাতা থেকে উত্তরবঙ্গে বিশেষজ্ঞ টিম পাঠানোর আহ্বান জানিয়েছেন শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক ভট্টাচার্য।

তিনি বলেন, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জ্বরের লক্ষণ ডেঙ্গুর মতই কিন্তু ডেঙ্গু নয়। ফলে বিভ্রান্তিতে পড়ছেন চিকিৎসকরাও। শিলিগুড়িতে এ বছর ডেঙ্গুতে প্রায় ৭শ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।