পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ওয়ানডে


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৮ জুন ২০১৫

বাংলাদেশ ও ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক সময়ে অসম লড়াই বলে বিবেচিত হলেও, সময়ের বিবর্তনে এখন পরিণত-টাইগারদের বিপক্ষে জয়ের জন্য ভাবতে হয় ভারতীয়দের। দু`দলের পরিসংখ্যানে অবশ্য ভারতীয়রা বেশ খানিকটা এগিয়ে।

ভারতের বিপক্ষে ১৫টি ম্যাচ খেলে ৪৪৮ রান করা বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকের ব্যাটের দিকে হয়তো এ ম্যাচেও তাকিয়ে থাকবে কোটি কোটি টাইগার ভক্তদের চোখ। পাশাপাশি, ১৪ ম্যাচে ৪২৬ রান করা দুর্দান্ত ফর্মের তামিমও চোখ রাঙাচ্ছেন অশ্বিন, মোহিত শর্মাদের। আর, ১২ ম্যাচে ৩৭০ রান করা সাকিবের ব্যাট যদি এ ম্যাচে খাপ খোলা তলোয়ার হয়, তাহলে ভারত বধের ছক কষতে টাইগার খুব বেশি কষ্ট হবার কথা নয়।

অন্যদিকে, ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রয়েছেন বর্তমান দলে না থাকা গৌতম গাম্ভীর। তবে, ৭ ম্যাচে ৫০৯ রান নিয়ে ২য় স্থানে থাকা কোহলি দলে থাকায় ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন তোলার সাহস হয়তো কোন ক্রিকেট বোদ্ধারই থাকবে না। আর, শীর্ষ ৫ এর বাকি স্থানগুলো দখল করে থাকা ভারতীয় ৩ কিংবদন্তি শেবাগ, শচীন ও সৌরভ তো এখন সাবেকদের কাতারে।

ভারতীয়দের বিপক্ষে সফল বাংলাদেশি বোলারদের তালিকায় ১৮ উইকেট নিয়ে মোহাম্মদ রফিক সবার ওপরে থাকলেও, ১৬ উইকেট পাওয়া মাশরাফি ও ১৪ উইকেট পাওয়া সাকিব বর্তমান দলে ভরসার পালে হাওয়া দিচ্ছেন। আর, গত বছর এই ভারতের বিপক্ষেই অভিষেক হওয়া টাইগাদের নতুন সেনসেশন তাসকিন মাত্র ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে আবারও ভারতের ডেরায় আঘাত হানতে উন্মুখ হয়ে রয়েছেন।

আর, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় বোলাদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাবেকদের নামটাই বেশি। শীর্ষে থাকা আগারকার ১৬ উইকেট, জহির ১২ উইকেট, টেন্ডুলকার ১২ উইকেট ও শেবাগ ৯ উইকেট পেলেও বর্তমান ভারতীয় দলে তাদের জায়গা নেই। ৫ম স্থানে থাকে উমেশ যাদব অবশ্য ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে এ ম্যাচে টাইগারদের দুর্ভাবনার কারণ হতে পারেন।

পরিসংখ্যানের পাতা যাই বলুক, ধাওয়ান-তাসকিন, কোহলি-রুবেল আর ধোনি-মাশরাফির দ্বৈরথ হবে সমানে সমান। তবে, ট্রফি হাতে এই দুই অধিনায়কের হাস্যোজ্জল ছবির পেছনের গল্প কি সেটাই? উত্তরটা হয়তো মাঠেই মিলবে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।