মাধ্যমিকে আজ থেকে রমজানের ছুটি শুরু


প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৮ জুন ২০১৫

রমজান উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি ছুটি আজ থেকে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জি অনুসারে, মাধ্যমিক স্তরের রোজার ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হয়। সে হিসাবে ২২ জুলাই খুলবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বিদ্যালয়।

এদিকে উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজ খোলা থাকবে ৪ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এসব কলেজ।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার থেকেই রোজার ছুটি শুরু হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুসারে, ২০ জুন থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্লাস কার্যক্রম ঠিকমতো না হওয়ায় গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি বাতিল করা হয়। এ ছুটি সমন্বয় করার কারণে রোজার ছুটি ২০ জুনের পরিবর্তে ১৫ জুন শুরু হয়।  ঈদ শেষে ২৩ জুলাই খুলবে সব প্রাথমিক বিদ্যালয়।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।