অসহনীয় যানজট ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার আহ্বান


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৭ জুন ২০১৫

অসহনীয় যানজট ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সামনে অনুষ্ঠিত সিপিবি ঢাকা কমিটি আয়োজিত সমাবেশে নেতারা এ দাবি জানান।

সিপিবি ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান, সুকান্ত শফি কমল প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, যানজট ও জলাবদ্ধতায় ঢাকা শহর অচল হয়ে পড়েছে। মানুষ যানজটের অসহনীয় অত্যাচারে জর্জরিত। ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে গাড়িতে বসে থাকতে হচ্ছে।

নেতারা আরও বলেন, ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ প্রাইভেট কার আমদানী বন্ধ এবং চলাচলের নীতিমালা করতে হবে। অল্প বৃষ্টিতেই ঢাকা শহর জলাবদ্ধ হয়ে পড়ে। অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও খালগুলো ভরাটের ফলে এই জলাবদ্ধতা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।