আজ আত্মসমর্পন করতে পারেন হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৩ অক্টোবর ২০১৭

ভারতে ধর্ষণের দায়ে অভিযুক্ত ধর্মগুরু রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত আজ আত্মসমর্পন করতে পারেন। মঙ্গলবার আদালতে শুনানি শুরুর আগেই হয়তো তিনি আত্মসমর্পন করবেন। হানিপ্রীতের ঘনিষ্ঠ মহলের তরফ থেকে এমন দাবী করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রায় এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন হানিপ্রীত। গত সপ্তাহে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

বিচারপতি সঙ্গীতা ধিংরা সেহগাল বলেছেন, ‘এখন একমাত্র আত্মসমর্পণ করাই হানিপ্রীতের পক্ষে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

ধর্ষণের অভিযোগে ডেরা সাচ্চা সওদার প্রধান গুরমিত রাম রহিমের কারাদণ্ডের পর থেকেই নিখোঁজ রয়েছেন হানিপ্রীত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হরিয়ানা পুলিশ।

কয়েকদিন আগে বোরকা পড়া অবস্থায় তাকে দিল্লিতে দেখা গেছে বলেও গুঞ্জন রটেছে। ধর্ষণের মামলায় গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর অভিযুক্ত ৪৩ জনকে খুঁজছে হরিয়ানা পুলিশ। রাজস্থান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।