নওগাঁয় বিএসএফের হাতে বাংলাদেশি নিহত
নওগাঁর সাপাহার সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের হাতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও আরেক যুবক নিখোঁজ হয়েছেন।
নিহত যুবক মমিনুল ইসলামের (২০) লাশ বিজিবি পুলিশের সহায়তায় আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের ২৩৮ (২এস) পিলারের ২’শ গজ ভেতর বাংলাদেশের সীমানা থেকে উদ্ধার করেছে। তবে একই সিমান্তের ২৩৭নং পিলারের কাছে বিএসএফের ককটেল বিস্ফোরনের পর নিখোঁজ হয়ে গেছেন এচহাক আলী (১৯) আরেক যুবক। তার ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি বিজিবি।
স্বজনদের অভিযোগ, নিখোঁজ ও নিহত দুইজনই বিএসএফ নির্যাতনের শিকার। তবে প্রকৃত ঘটনা জানতে বিকেলে ভারতের পাবর্বতীডাঙ্গা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবি চিঠি দিয়েছে। নিহত মমিনুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা চৌমুহনী গ্রামের আশরাফ আলীর ছেলে। নিখোঁজ এচহাক আলী একই উপজেলার পার হাপানিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
নিহত মমিনুলের পিতা আশরাফ আলী অভিযোগ করে বলেন, তার ছেলে মমিনুল ওই সীমান্তের ২৩৮ (২এস) পিলারের পাশ দিয়ে গরু নিয়ে আসার সময় গত শনিবার রাতে বিএসএফের হাতে ধরা পড়ে। তিনি আরও বলেন, তার ছেলেকে নির্যাতন করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে বিএসএফ।