বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কারমাইকেলে বিক্ষোভ


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৭ জুন ২০১৫

মাস্টার্স শেষ পর্বের ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে মিছিলটি ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ করে প্রসাশনিক ভবনের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কলেজ কতৃপক্ষ অযৌক্তিকভাবে আইসিটি খাতে গত বছরের চেয়ে এ বছর ১২০০ টাকা বৃদ্ধি করেছে। যা সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে। বর্ধিত ফি প্রত্যাহার না করলে সাধারণ শিক্ষার্থীরা ফরম পূরণের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।

মাহফুজ হোসেন ডলারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি প্রদিপ রায়, ছাত্র ফেডারেশন কলেজ শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, সাধারণ শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, মোকাররম প্রমুখ।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।