গণভোটে কাতালোনিয়ানদের জয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ এএম, ০২ অক্টোবর ২০১৭

স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত গণভোটে কাতালোনিয়ানরা জয়ী হয়েছে। কেন্দ্রীয় সরকার ও সাংবিধানিক আদালতকে উপেক্ষা করে পুলিশের বাধার মধ্যে রোববার গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে কাতালোনিয়ার নাগরিকরা স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জন করেছে বলে দাবি করেছেন কাতালান সভাপতি চার্লস পুজডেমন্ট।

স্পেনের সাংবিধানিক আদালত এই ভোটকে অবৈধ ঘোষণা করে। ভোটে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে শত শত কাতালোনিয়ান আহত হয়েছেন।

catalan-3

ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স জব্দ করে পুলিশ। এক টেলিভিশন ভাষণে চার্লস পুজডেমন্ট বলেন, আশা ও দুর্ভোগের এই দিনে কাতালোনিয়ার নাগরিকরা স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জন করেছে।

catalan-3

তিনি বলেন, আমার সরকার কিছুদিনের মধ্যেই ভোটের ফলাফল কাতালান পার্লামেন্টে পাঠাবে। তবে ভোট শেষ হওয়ার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, অবৈধ ভোটে অংশ নিয়ে বোকার মতো কাজ করেছে কাতালোনিয়ানরা। তিনি এটাকে গণতন্ত্রের উপহাস বলে উল্লেখ করেছেন।

catalan-3

কাতালান সরকার বলছে, গণভোটে অংশ নেয়া কাতালোনিয়ার স্বাধীনতাকামীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় ৮ শতাধিক মানুষ আহত হয়েছে।

catalan-3

অপরদিকে, স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ওই ঘটনায় ১২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। ৯২টি ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।