নারীদের জন্য ড্রাইভিং স্কুল চালু করছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০১ অক্টোবর ২০১৭

সৌদি আরবে নারীদের জন্য ড্রাইভিং স্কুল চালু করার ঘোষণা দিয়েছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়। নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তাদের প্রশিক্ষণের জন্য প্রথমবারের মতো এই স্কুল চালু করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয় নারীদের জন্য ড্রাইভিং স্কুল চালুর প্রস্তুতি নিচ্ছে। নারীদের এই বিশ্ববিদ্যালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার সৌদি আরব বলছে, রাজকীয় এক ডিক্রির মাধ্যমে নারীদেরকে গাড়ি চালানোর অনুমতি দেবে সৌদি আরব। দেশটির মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয় বলছে, রাজধানী রিয়াদ এবং অন্যান্য ক্যাম্পাসে তাদের ৬০ হাজারের বেশি নারী শিক্ষার্থী আছে।

সূত্র : এএফপি।

এসআইএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।