পাইলট হলেন গার্ডের ছেলে শ্রীকান্ত


প্রকাশিত: ০৬:০১ এএম, ১৭ জুন ২০১৫

অক্লান্ত পরিশ্রম আর কঠিন অধ্যবসায়কে পুঁজি করে সামান্য অটোচালক থেকে বিমানের পাইলট হয়েছেন ভারতের নাগপুরের শ্রীকান্ত পান্তাওয়ান। পরিবারের প্রয়োজনে অল্প বয়সেই নেমেছিলেন রোজগারে। তবে হাল ছাড়েন নি। অক্লান্ত পরিশ্রম করে আজ তিনি বৈমানিক। সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহন প্রতিষ্ঠান ইন্ডিগোতে পাইলট হিসেবে যোগ দিয়েছেন শ্রীকান্ত। সোমবার টুইটারে তার এই ব্যতিক্রমী কাহিনী প্রকাশ করেছে ইন্ডিগো। খবর এনডিটিভি।

গার্ডের ছেলে শ্রীকান্তের জন্ম ও বেড়ে ওঠা নাগপুর শহরে। স্কুলের খরচ জোগাতে কিশোর বয়সেই খাবার সরবরাহকারী হিসেবে কাজ করেন তিনি। একটু বড় হওয়ার পর শুরু করেন অটোরিকশা চালানোর কাজ। একবার বিমানবন্দরে খাবার সরবরাহ করতে গিয়েই তিনি বৈমানিকদের বৃত্তি কর্মসূচি সম্পর্কে জানতে পারেন। শ্রীকান্ত ওই বৃত্তির জন্য আবেদন করেন এবং মধ্যপ্রদেশের এক বিমান চালানো (ফ্লাইং স্কুল) প্রতিষ্ঠানে ভর্তি হন। সেখানে প্রতিটি পরীক্ষাতেই সর্বোচ্চ নম্বর পান তিনি।

বাণিজ্যিকভাবে বিমান চালানোর লাইসেন্স পাওয়ার পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে শুরু করলেন। পাশাপাশি পাইলট পদে নিয়োগের জন্য বিভিন্ন এভিয়েশন প্রতিষ্ঠানে দরখাস্ত করতে লাগলেন। অবশেষে যোগ্যতার লড়াইয়ে জিতে ভারতের বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠান ইন্ডিগোতে বিমানচালক হিসেবে নির্বাচিত হলেন। তিনি বর্তমানে ওই প্রতিষ্ঠানে সেকেন্ড পাইলট বা কো-পাইলট হিসেবে কাজ করছেন।  

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।