কক্সবাজারে মিয়ানমারের হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের উপর গুলি বর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এতে বিপ্লব নামের বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। নায়েক আবদুর রাজ্জাক নামে বিজিবির অপর এক সদস্য নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে বিজিবি। বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর দমদমিয়া পয়েন্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি কক্সবাজার সেক্টরের অপারেশন অফিসার মেজর আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রতিদিনের মতো বিজিবির সদস্যরা দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া নামক স্থানে টহল দিচ্ছিল। ওই সময় একদল চোরকারবারীকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারীরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা বিজিবির টহল দলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব নামে এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে নিয়ে যায়।
তিনি আরো জানান, বিজিবির গুলিবিদ্ধ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিখোঁজ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে।
এদিকে গত ১৪ জুন বিজিবি-বিজিপির পতাকা বৈঠকে সীমান্তে সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিতে অঙ্গীকার করার ৩ দিনের মাথায় বিজিপির এমন আচরণে সীমান্ত এলাকার লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সায়ীদ আলমগীর/এমজেড/এএইচ/এমএস