অতিরিক্ত ব্যয়ের দায়ে মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহারের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস। প্রাইসের পদত্যাগপত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়, প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

প্রাইসের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেছেন, যার খরচ অন্তত চার লাখ ডলার।

কিন্তু যুক্তরাষ্ট্র্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে।

অবশ্য অভিযোগ ওঠার পরপরই দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রাইস। তবে ট্রাম্প তখনই বলেছেন এ ধরনের খরচে তিনি খুবই অসন্তুষ্ট।

সূত্র : টেলিগ্রাফ

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।