পদ্মা সেতুতে আর যুক্ত হবে না বিশ্বব্যাংক


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

পদ্মা সেতুতে বিশ্বব্যাংক আর যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

জোহানেস জাট জানান, বাংলাদেশ পদ্মা সেতুর নির্মাণের বিষয়ে অনেক দূর এগিয়েছে। এখানে বিশ্বব্যাংকের আর কিছু করার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে তদন্ত করেছে। আইনী ব্যবস্থা নিয়েছে। এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

জোহানেস জাট বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নিরসনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জন করতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।