ভদ্রতার খাতিরে আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

কাতার নিজের দেয়া কথার সম্মান রাখতে সংযুক্ত আরব আমিরাতে তেল ও গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। বৃহস্পতিবার কাতার পেট্রোলিয়ামের প্রধান সাদ শেরিদা আল কাবি এ ধরনের মন্তব্য করেন।

তিনি আরও জানান, ভদ্রতা এবং মানবিকতার খাতিরে পাইপলাইন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছেন কাতার।

প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ আসন ধরে রাখবে কাতার। কাতারের অভ্যন্তর এবং বাইরে সেই গ্যাসের ওপর বিনিয়োগ দিনে দিনে বেড়েই যাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত ৫ জুন কাতারের সঙ্গে সৌদি জোট কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরও আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার কথা বলেছিল কাতার।

ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মুসলিম ব্রদারহুড, আল কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও লালন পালনের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি জোট।

সূত্র আল জাজিরা

কেএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।