প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিয়েছে সৌদি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

প্রথমবারের মতো দূতাবাসের মুখপাত্র হিসেবে নারী নিয়োগ দিয়েছে সৌদি আরব। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে ফাতিমা বাইশেনকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফাতিমা বাইশেন এক টুইট বার্তায় জানান, ওয়াশিংটনে সৌদি দূতাবাসের মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়ে আমি গর্বিত। এরকম সুযোগ দেয়ার জন্য আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ। সবার সমর্থন এবং শুভকামনা আশা করছি।

ওয়াশিংটনভিত্তিক আরব ফাউন্ডেশনের পরিচালক ছিলেন তিনি। তার আগে তিনি সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তার মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

শ্রমবাজার, বেসরকারি উন্নয়ন খাত এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফাতিমার।

এছাড়া বিশ্বব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইমিরেটস ফাউন্ডেশনে কাজ করেছেন তিনি। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছেন তিনি।

সূত্র : সৌদি গেজেট

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।