আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১২ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির কান্দাহার প্রদেশের মারুফ জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে তালেবান। নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত ও চারজন আহত হওয়ার তথ্য জানিয়েছেন কান্দাহার পুলিশের মুখপাত্র জিয়া দুররানি।

অন্যদিকে পাকিস্তান সীমান্তবর্তী মারুফ জেলার এক সীমান্ত পুলিশ কমান্ডার জানান, হামলার ঘটনা ঘটেছে বুধবার রাতে। সেই হামলায় ১৪ জন নিহত এবং আটজন আহত হয়েছে।

তিনি আরও বলেন, হামলায় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যেই ওই এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সূত্র : আল জাজিরা

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।