ইমরানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইসলামাবাদের বানিগালা পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে রবিবার এ মামলা দায়ের করা হয়। খবর ডন নিউজের।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র নাঈম আহমেদ সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কর্মচারীদের অফিসিয়াল কাজে বাধাদানের অভিযোগে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর সোমবার সকাল থেকে ইমরানের বানিগালা বাড়ির চারপাশ ঘিরে রয়েছে পুলিশ।

সূত্র জানিয়েছে, ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল তাহির আলমের নির্দেশে সোমবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে ১৫০০ পুলিশ বাড়িটির বাইরে অবস্থান নিয়েছে।

তবে গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমরানের বাড়ি থেকে পুলিশ সদস্যদের সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ, রবিবার ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে কয়েকজন পিটিআই কর্মীকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নেন তিনি। ওই কর্মীদের ইসলামাবাদের খাইবার পশতুনখাওয়া হাউজে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।