লাদেনের ব্যক্তিগত সহকারী নিহতের খবর সত্য


প্রকাশিত: ১১:০১ এএম, ১৬ জুন ২০১৫

আল কায়েদার আরব উপদ্বীপের প্রধান নেতা ও ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সহকারী নাসের আল উহায়েশির নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছে সংগঠনটি। নিহত উহায়েশি আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন বলেও জানা গেছে।

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় উহায়েশি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল কায়েদা। সংগঠনটি জানিয়েছে, উহায়েশির স্থলাভিষিক্ত হচ্ছেন আল কায়েদার সামরিক শাখার প্রধান কাসিম আল রায়েমি।

তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হত্যার বিষয়ে তখন মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ২০১১ সালে পাকিস্তানে লাদেন হত্যার পর উহায়েশি হত্যাকে আল কায়েদার ওপর সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক সন্ত্রাস পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

এর আগে ইয়েমেনের সংবাদ সংস্থা আল মাসদার অনলাইনে এক প্রতিবেদনে জানিয়েছিল, শুক্রবার হাদ্রামাওয়াত প্রদেশে হামলায় নিহত হয়েছেন উহায়েশি।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।