ম্যাটিস কাবুলে পৌঁছাতেই বিমানবন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আফগানিস্তানের রাজধানী কাবুলে সফর করছেন। তার এই সফরের মধ্যেই বুধবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা ও মর্টার হামলা চালিয়েছে জঙ্গিরা।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার পর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দুর্ঘটনাবশত বেসামরিক লোকজন নিহত হয়েছে।

ম্যাটিস কাবুলে পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই বিমানবন্দরের কাছে মর্টারসহ ভারী গোলাবর্ষণ ও বেশ কয়েকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

তালেবান জঙ্গিগোষ্ঠী এবং ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। বিমানবন্দরের কাছাকছি একটি বাড়িতে অবস্থান নিয়ে দীর্ঘ সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়েছে জঙ্গিরা।

ন্যাটোর তরফ থেকে জানানো হয়েছে, আফগান স্পেশাল পুলিশ ইউনিটকে সমর্থন করে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। কিন্তু ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ন্যাটো।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।