সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯০টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে।
আর টাকায় লেনদেন হয়েছে ৪১০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিন অর্থাৎ সোমবারের চেয়ে ৯২ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৩১৮ কোটি টাকা।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯১ লাখ টাকা।
এসআই/বিএ/আরআইপি