আকাশে বিমান, মারা গেলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলট উড্ডয়নরত অবস্থায় বিমানেই মারা গেছেন। ইতিহাদের ওই ফ্লাইটটি আবু ধাবি থেকে আমস্টারডাম যাচ্ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই জরুরি ভিত্তিতে বিমানটি কুয়েতে অবতরণ করা হয়।

ইতিহাদের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, বিমানটি জরুরি ভিত্তিতে নিরাপদে কুয়েতে অবতরণ করানো হয়েছে। ফ্লাইটটি আবু ধাবি থেকে ছেড়েছিল ভোর ৫টা ২০ মিনিটে। তবে উড্ডয়নরত অবস্থায় বিমানের পাইলট মারা গেছেন।

ইওয়াই ৯২৭ নামের বিমানটি আমস্টারডাম যাওয়ার পথে পাইলট মৃত্যুর কোলে ঢলে পড়লে দায়িত্বরত প্রধান কর্মকর্তা জরুরি সতর্কবার্তা পাঠান। পরে কুয়েতে অবতরণ করে চিকিৎসকরা পাইলটকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।

পাইলটের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইতিহাদ।

তবে ওই পাইলট ঠিক কী কারণে মারা গেছেন, আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন কি না, তার কিছুই জানায়নি ইতিহাদ। এছাড়া পাইলটের নাম, ঠিকানা এবং জাতীয়তাও গোপন রাখা হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, পাইলটের তথ্য গোপন রাখলেও তারা পরিবারের সঙ্গে সংস্থাটি যোগাযোগ অব্যাহত রেখেছে।

সূত্র : গালফ নিউজ

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।